সিলেটে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৮৫
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২১, ৬:০০:২৫
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮৫ জন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিসংখ্যানবিদ মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে গত এক বছরে বিভাগে ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এখনো হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ১৪ জন।
সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. চয়ন রায় বলেন, হাসপাতালে ৬৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ এবং ২৮ জন আছেন উপস্বর্গ নিয়ে। আক্রান্তদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৮৫ জনের ৪১ জনই সিলেট জেলার বাসিন্দা, সুনামগঞ্জের চার জন, হবিগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সিলেট ওসমানী মেডিক্যালে চিকিৎসাধীন আরও ১৩ জন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭২ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ১৮৯ জন, সুনামগঞ্জে দুই হাজার ৭২৪ জন, হবিগঞ্জে দুই হাজার ৩৫২ জন এবং মৌলভীবাজারে দুই হাজার ৩০৭ জন।
এখনো সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২০৮ জন, সুনামগঞ্জে চার জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে সাত জন।