দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪৭৪/৪
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৫:৫২:৫৩
নাজমুল হোসেন শান্ত বা মুমিনুল হক- দুজনের কেউই পারলেন না নিজেদের সেঞ্চুরিকে ডাবলে রূপ দিতে। এই আক্ষেপটা বাদ দিলে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টের দ্বিতীয় দিনটাও সফরকারীদেরই হয়ে থাকল।
বৃহস্পতিবার আলোকসল্পতায় শেষ সেশনের অনেকটা সময়ই অবশ্য খেলা হলো না। তার আগে বাংলাদেশ তুলল ৪ উইকেটে ৪৭৪ রান। মুশফিকুর রহিম ৪৩ ও লিটন দাস ২৫ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
আলোকসল্পতায় যখন খেলা থামাতে হয়, তখনও বাকি ছিল দিনের ২৫ ওভার।
এদিন বাংলাদেশের দুটি উইকেটই পড়েছে দ্বিতীয় সেশনে। আগের দিনই ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পাওয়া শান্ত থেমেছেন ১৬৩ রানে। আর দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে অধিনায়ক মুমিনুল থেমেছেন ১২৭ রানে।