শফীর মৃত্যুতে বাবুনগরীসহ ৪৩ জন দায়ী: পিবিআই’র প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২১, ৭:১৩:২২
হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনায় ৪৩ জনকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দিয়েছে পিবিআই।
পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদার জানান, সোমবার চট্টগ্রাম আদালতে এই প্রতিবেদন জমা দেয়া হয়। এই ৪৩ জনের মধ্যে হেফাজতের বর্তমান আমির জুনাইদ বাবুনগরীও রয়েছেন বলে জানান তিনি।
পিবিআই’র চট্টগ্রাম জেলার সুপার নাজমুল হাসান বলেন, এ মামলার তদন্তে অন্তত ২২ জনের সাক্ষ্য নিয়েছেন তারা। মৃত্যুর পাশাপাশি মাদ্রাসায় ভাংচুরসহ বিভিন্ন বিষয় তারা তদন্তে এনেছেন।
গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাটহাজারী মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক আহমদ শফী।
মৃত্যুর আগের দিন মাদ্রাসায় তুমুল হট্টগোলের মধ্যে শফী মহাপরিচালকের পদ ছাড়েন এবং তার ছেলে মাদ্রাসার সহকারী পরিচালক আনাস মাদানিকেও বহিষ্কার করা হয়।
শফীর মৃত্যুর দিন আনাস মাদানি ঢাকায় সাংবাদিকদের বলেছিলেন, আগের দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে টেনশনের কারণে হার্টফেইল করে তার বাবা মারা গেছেন।
হেফাজতের মধ্যে বিবাদের মধ্যে গত ১৭ ডিসেম্বর শফীর শ্যালক মো. মইন উদ্দিন চট্টগ্রামের আদালতে মামলা করেন।
এতে অভিযোগ করা হয়, আহমদ শফীকে মানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যেখানে ৩৬ জনকে আসামি করা হয়েছিল।
আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেয়।
কয়েক দফা সময় নিয়ে পিবিআই সোমবার আদালতে প্রতিবেদনটি দাখিল করে।