মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দায় রোহিঙ্গা নেতারা
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৯:২৯
মিয়ানমারের সেনা অভ্যুত্থানের কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায়ের নেতারা।
তারা মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সামরিক বাহিনীর মাধ্যমে অপসারণের নিন্দা জানান।
রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বার্তা সংস্থা রয়টার্স বলেন, ‘আমরা রোহিঙ্গা সম্প্রদায় মিয়ানমারে গণতন্ত্রকে হত্যার এই ঘৃণ্য চেষ্টার নিন্দা জানাই।’
‘আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা আহ্বান জানাচ্ছি তারা যাতে এগিয়ে আসে এবং যেকোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করে’ যোগ করেন তিনি।
সোমবার ভোরে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি ও প্রেসিডেন্টসহ রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের পর দেশটির ক্ষমতা গ্রহণ ও জরুরি অবস্থার ঘোষণা দেয় সেনাবাহিনী।
সেনাবাহিনীর মালিকানাধীন টেলিভিশনে এক ভিডিও ভাষণে সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং জানান, গত বছরের সাধারণ নির্বাচনে কারচুপির জবাবে সরকারের জ্যেষ্ঠ নেতাদের তারা আটক করা হয়েছে।
তবে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্ব সম্প্রদায়। এই পদক্ষেপ থেকে সরে আসতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।