যুক্তরাষ্ট্রের হাসপাতালে বেবী নাজনীন
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২০, ৫:২০:০৬
কণ্ঠশিল্পী বেবী নাজনীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছে।
খবরটি নিশ্চিত করেছেন জনপ্রিয় গায়িকার ছোট ভাই এনাম সরকার।
জানা যায়, আগে থেকে বেবী নাজনীনের কিডনিজনিত সমস্যা ছিল। স্থানীয় সময় বুধবার জ্বরসহ বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে— জানান এনাম।
এ দিকে যুক্তরাষ্ট্রের ইন্টার স্টেট বিএনপির সভাপতি কাজী আজম ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও দেশ বরেণ্য সংগীতশিল্পী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবি নাজনীন কিডনিজনিত জটিলতায় নিউজার্সির একটি হাসপাতাল এ চিকিৎসাধীন আছেন. ইন্টার স্টেট বিএনপির পক্ষ থেকে তার আশু রোগমুক্তি কামনা করছি।”
১৯৭০ এর দশকের শেষ দিকে সংগীত ক্যারিয়ার শুরু করেন বেবী নাজনীন। পরের দুই দশকে ক্যারিয়ারের শীর্ষ সময় উপভোগ করেন তিনি। গায়িকার জনপ্রিয় গানের তালিকায় আছে— এলোমেলো বাতাস, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কোকিলে, দু’চোখে ঘুম আসে না ও কাল সারা রাত ছিল স্বপনের রাত। ‘সাহসী মানুষ চাই’ চলচ্চিত্রের গানের জন্য তিনি ২০০৩ সালে জাতীয় পুরস্কার পান।
বেশ কয়েক বছর ধরে একমাত্র ছেলেকে নিয়ে বেবী নাজনীন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।