আজ রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২০, ১২:৫০:৫৫
আজ শনিবার যুক্তরাষ্ট্রের সময় রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ৪৬তম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন সিএনএন’কে। আজ সকালের সূর্য্যরে কিরণ যেন নতুন এক বার্তা নিয়ে এসেছে জো বাইডেনের জীবনে। নিজের জন্মভূমি পেনসিলভ্যানিয়া রাজ্যে তিনি জিততে যাচ্ছেন, এমন খবর দেখার পর এদিন সকালটা দেলাওয়ার রাজ্যে নিজের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে কাটিয়েছেন তিনি। তখন হয়তো তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট তিনিই হচ্ছেন। অবশ্য আভাসটা আগেই তিনি পেয়ে গিয়েছিলেন। গণমাধ্যম যখন ভোটের হিসাব তুলে ধরছিল, তখন গত দুটি দিন তিনি নিশ্চিত ছিলেন, তিনিই জিতবেন। তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতো মাথা গরম করেননি তিনি।
খুব ঠান্ডা মাথায় একজন অভিজ্ঞ, বর্ষীয়ান রাজনীতিকের পরীক্ষা দিয়েছেন বাইডেন। সরাসরি নিজেকে বিজয়ী ঘোষণা না করলেও, জানান দিয়েছেন তিনি জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এ জন্যই তিনি শুক্রবার রাতটাতে রানিংমেট কমালা হ্যারিস এবং স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনাটাও সেরে নিয়েছেন। তাতে প্রাধান্য পেয়েছে দুটি ইস্যু। এক. দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় এবং দুই. দেশে অর্থনীতিকে কিভাবে রক্ষা করা যায়। এর মধ্য দিয়ে তিনি আসলে অনানুষ্ঠানিকভাবে তার কর্মকান্ড শুরু করে দিয়েছেন।