ভারতে একদিনে ৯০ হাজার শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২০, ৪:১২:১৩
করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সংক্রমণের বিধ্বংসী রূপ দেখছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। অনেক দেশে যখন করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমতির দিকে, ঠিক তখন দৈনিক সংক্রমণে টানা রেকর্ড করে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটি।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়, ভারতে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৬৩৩ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪১ লাখ ১৩ হাজার ৮১২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৫ জন করোনায় মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৬২৬ জনে।
এই সময় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত ৯০ হাজার ৬৩৩ জন। আপাতত এ সংখ্যার ধারেকাছে নেই বিশ্বের কোনো দেশ। টানা পঞ্চম দিনে মৃতের সংখ্যাও হাজারের ওপরে রয়েছে।
ভারতে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩০ লাখ থেকে ৪০ লাখ হতে সময় লেগেছে মাত্র ১৩ দিন। করোনা-বিধ্বস্ত যুক্তরাষ্ট্রেও সংক্রমণে এর চেয়ে বেশি সময় লেগেছিল।
করোনা সংক্রমণের বৈশ্বিক তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রায় ১২ হাজারে মতো বেশি সংক্রমণ নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকে আজই টপকে যাবে ভারত।
এদিকে, ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৮৪ হাজারের বেশি।