সিনেটর হওয়ার লড়াইয়ে হেরে গেলেন কেনেডির নাতি
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২০, ২:৪৩:৫৪
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে সিনেটর হওয়ার লড়াইয়ে হেরে গেলেন দেশটির বিখ্যাত কেনেডি পরিবারের সদস্য জোসেফ কেনেডি ৩।
ডেমোক্রেটিক প্রাইমারির এই লড়াইয়ে মঙ্গলবার বর্তমান সিনেটর এডওয়ার্ড মারকি’র কাছে হারে যান জোসেফ। এই প্রথম কেনেডি পরিবারের কোনো সদস্য কংগ্রেশনাল ভোটে হারলেন। মার্কির ৫৫.৬ শতাংশ ভোটের বিপরীতে জোসেফ পান ৪৪.৪ শতাংশ ভোট।
জোসেফ কেনেডি সম্পর্কে যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতি। ১৯৬১ সালের প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার ১৯৬৩ সালে গুপ্ত হত্যার শিকার হন জন এফ কেনেডি।
৩৯ জোসেফ কেনেডি বর্তমানে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের আইন পরিষদ কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত বছরের সেপ্টেম্বরে সিনেটর হিসেবে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর তাকে অনেকেই ফেবারিট ভেবেছিলেন। সমর্থন পেয়েছিলেন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসিরও। এসব সত্ত্বেও ৭৪ বছর বয়সী সিনেটর মার্কিকে হারাতে পারলেন না জোসেফ কেনেডি।