এবার চীনে বন্ধ হলো মার্কিন দূতাবাস
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২০, ৩:২৩:১০
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেংডু শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে মার্কিন মেধাসত্ত্ব সম্পদ এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনের দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এরপরই চীনের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হলো।
বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের গৃহীত অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে বৈধ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে সম্পর্ক বর্তমানে যেমন সম্পর্ক চলছে তেমনটি চীনারা দেখতে চায় না। আর এর জন্য দায়ী যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে, বাণিজ্য, করোনা ভাইরাস মহামারি এবং হংকংয়ে বিতর্কিত নিরাপত্তা আইন প্রণয়ন নিয়ে গত কয়েক মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারংবার চীনের সঙ্গে বিবাদে জড়িয়েছেন। যা এখনো বিদ্যমান রয়েছে। এমন পরিস্থিতিতে দূতাবাস ইস্যুতে শক্তিশালী এই দুই দেশের মধ্যে নতুন করে বিরোধ শুরু হলো।
উল্লেখ্য, ১৯৮৫ সালে চীনের চেংডুতে যুক্তরাষ্ট্রের এই কনস্যুলেট প্রতিষ্ঠিত হয়। সেখানে প্রায় দুশোর বেশি কর্মী কাজ করতেন।