শ্রীমঙ্গলে খাঁচায় ২৯টি বাচ্চা দিল অজগর
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২০, ৮:৫৮:৫৮
শ্রীমঙ্গল ( মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে আবারো খাঁচার মধ্যে বাচ্চা ফোটাল অজগর।
গতকাল বুধবার (২২ জুলাই) রাত থেকে ডিম ভেঙে একে একে অজগরের বাচ্চা বের হতে শুরু করে। আজ বৃহস্পতিবার দুপুরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে গিয়ে দেখা যায়, খাঁচার ভেতরে বাচ্চাগুলো কিলবিল করছে। চার-পাঁচটি ডিম থেকে তখনো কয়েকটি বাচ্চা মাথা বের করে বাইরে বের হয়ে আসার চেষ্টা করছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, খাঁচার ভেতর ডিম দেওয়ার পর দীর্ঘ দুই মাস কিছু না খেয়ে ডিমে তা দেয় মা অজগর। গত ২৮ মে মা অজগরটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচায় ৩১টি ডিম দেয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল জানান, গত ২৮ মে খাঁচার ভেতর মা অজগরটি ডিম দেয়। ডিম দেওয়ার পর নিজের শরীর দিয়ে কুণ্ডলি পাকিয়ে ডিমগুলোকে তা দেয় মা অজগরটি। অবশেষে গতকাল বুধবার (২২ জুলাই) রাত থেকে বাচ্চা ফোটা শুরু করে। আজ বৃহস্পতিবার পর্যন্ত ২৯টি বাচ্চা ফোটায় সাপটি। এর আগে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে আরো তিনবার খাঁচায় অজগরের ডিম থেকে বাচ্চা ফোটানো হয়েছে।