মাফি চাই মাওলা
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২০, ৬:১৭:১৫
আকুল সুরে ডাকি মোরা ওগো মালিক সাঁই,
পাপে ভরা জীবন মোদের তোমার দিদার চাই।
তোমার হুকুম নাহি মেনে পাপে আছি লিপ্ত
,তবু তোমার দয়ায় ভাসি হওনি কভু ক্ষিপ্ত।
মহা পাপে ডুবছি মোরা সুন্দর ধরার পর,
পাছে কি হয় ভাবিনি সাঁই পাইনি কোন ডর।
নেচে নেচে মহানন্দে পাপকে চলছি বয়ে,
সত্য মিথ্যার নাই ভেদাভেদ সবই যাচ্ছে ক্ষয়ে।
রাখ মার সবই পার তোমার ইচ্ছা মালিক,
তোমার থেকে সরে গেলেও থাকি তোমার আশিক।
কানা বোবা লুলা ল্যাংড়া সবই তোমার দান,
সবাই তোমার শুকরিয়া জানায় গাহে তোমার গান।
তুমি দয়াল তুমি সয়াল তুমি মোদের সাঁই,
তুমি বিনে এই ভূবনে বল কোথায় যাই?
পাপে তাপে ভরে রাখছি তোমার সুন্দর ধরা,
সেই পাপে বিশ্ব কাঁপে সবই আজি মরা।
তোমার বান্দা আছি বান্ধা বল কোথায় যাব?
তোমার মত এমন দয়াল কেমন করে পাব?
তওবা করে বলছি মোরা ওগো মালিক সাঁই,
এই যাত্রা রক্ষা কর দাও গো মোদের ঠাঁই।
পাপের পথে যাব নাকো ফেলবো নাকো পাও,
তোমার বান্দা কাঁদছে দেখ নয়ণ মেলি চাও।
যত জ্ঞান যত বিজ্ঞান সবই আজি অসার,
তুমি মালিক তুমি খালিক তুমি কর দিদার।
লেখক : মিশিগান, যুক্তরাষ্ট্র প্রবাসী ।