ঘরে বসেই খতিয়ান পাবেন সিলেটবাসী
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ৯:৫৬:৩৬
সুরমা নিউজ ডেস্ক:
খতিয়ানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে দীর্ঘ ভোগান্তির জটিল প্রক্রিয়া শেষ হতে চলেছে। ডিজিটাল সিলেট বিনির্মাণের কার্যক্রমে সর্বশেষ সংযোজন, অনলাইনে আবেদনের মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাবে জমির খতিয়ানের সার্টিফাইড কপি।
জেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়ন করা হয়েছে ভার্চুয়াল রেকর্ডরুম। এখন থেকে খতিয়ানের সার্টিফাইড কপি পেতে নিকটস্থ ইউনিয়ন/পৌর/জেলা পরিষদ ডিজিটাল সেন্টারে অথবা নিজেই সরাসরি www.drr.land.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে পর্চার আবেদন দাখিল করতে পারবেন। আবেদনকারীর তথ্য, আবেদনকৃত পর্চার তথ্য, ডেলিভারী ও পেমেন্টের তথ্য প্রদানের মাধ্যমে অনলাইনে এই আবেদন করা যাবে।
পরবর্তীতে প্রস্তুতকৃত সার্টিফাইড কপি ডাকযোগে পৌঁছে যাবে আবেদনকারীর ঘরে। এতে সময় ও অর্থের সাশ্রয়ের পাশাপাশি গ্রাহক হয়রানিও কমবে বলে মনে করছেন সচেতন মহল।