বিজয় দিবস
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৮:৪২:৪১

বিজয় মাসে বার বার আসে-সেই শহীদান,
দেশের তরে অকাতরে-যারা দিল প্রাণ।
ওরাই কর্ম ওরাই সাজ-ওরাই দেশের গর্ব,
ওরাই কর্ম ওরাই মর্ম-ওরাই সবের সর্ব।
ওরাই চেতনা ওরাই বেদন- ওরা গোটা জাতি,
ওরা দেশ ওরা কেশ-ওরা দেশের বাতি।
ওরা সুখ ওরা দুখ-ওরা মোদের আশা,
ওরা ধ্যান ওরা জ্ঞান-ওরাই ভালবাসা।
মূখের ভাষা মায়ের আশা-রাখল কত শহীদ.
ওদের কথা ওদের ব্যথা-জাগায় মুক্তির তাগিদ।
একাত্তরে সর্বস্তরে অস্ত্র তুলে হাতে,
নয় মাস ধরে যুদ্ধ করে-পাকিস্তানের সাথে।
বীর বাঙ্গালী নয় কাঙ্গাঁলী-বীরের বংশ ওরা,
ষোল ডিসেম্বর সাল একাত্তর-বিজয় পেল যারা।
খুশির শানাই বাজায় কানাই-আহা ভাল বেশ,
নতুন করে ধরার পরে-স্বাধীন বাংলাদেশ।
স্বাধীন দেশ স্বাধীন বেশ-স্বাধীন কথা বলি,
বিজয় নিশান মোদের বিধান-বুক ফুলিয়ে চলি।
স্বর্ণাক্ষরে বাংলার ঘরে-সাল একাত্তর,
অধীনের দিন হল বিলীন-দুশমন গেল দুর।
যুগে যুগে বাংলার বুকে-আসে মীরজাফর
দেশের সন্তান বলি সাবধান-বাঁচাও আপন ঘর।
————————–
মিশিগান, যুক্তরাষ্ট্র।



