সিলেটে ‘কিশোর গ্যাংয়ের’ দ্বন্দ্বে আবার খুন, তিনজন আটক
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ১:৩৪:৫৮

সিলেট নগরীতে বাসা থেকে ডেকে নিয়ে শাহ মাহমুদ হাসান তপু (১৫) নামে এক স্কুলছাত্রকে খুন করেছে একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ নভেম্বর) গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তপুর মৃত্যু হয়।
নিহত তপু নগরীর বাদামবাগিচা ইলাশকান্দি উদয়ন আবাসিক এলাকার ৪০/২ বাসার শাহ এনামুল হকের ছেলে এবং খাসদবির উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় তপুর সঙ্গে ছিল তিনজন এবং জাহিদের পক্ষে ছিল ১৫/১৬ জন। কথা কাটাকাটির পর ধস্তাধস্তির একপর্যায়ে তপু পড়ে যায়। এ সময় তপুর পেটে ছুরিকাঘাত করে জাহিদ।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, কিশোরদের দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অপুকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পার্শ্ববর্তী খাসদবির এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসান ও তার সঙ্গীরা। এলোপাতাড়ি ছুরিকাঘাতে তপু গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় পুলিশ জাহিদ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে। অন্যরা হলেন নগরীর লোহারপাড়ার আব্দুল মনিরের ছেলে মো. অনিক মিয়া ও মো. বশিরুল ইসলামের ছেলে মো. জুনেদ আহমদ।
নিহত তপুর বড় ভাই রুবেল আহমদ অভিযোগ করেন বৃহস্পতিবার মধ্যরাতে তপুকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে জাহিদ ও তার সহযোগীরা। তবে হত্যার কারণ বলতে পারেননি তিনি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বে এই খুন।
তপু ও জাহিদ দু‘জন বন্ধু এবং তারা দুজনই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত বলেও জানান তিনি।



