সিলেট বিমানবন্দর সড়কে ত্রিমূখী সংঘর্ষে যুবক নিহত, আহত ৪
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:০০:১০
সিলেটে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকার বিমানবন্দর সড়কে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হন তিনি।
নিহত মো. ফাহাদ মোটরসাইকেল আরোহী ছিলেন। তিনি নগরীর শাহপরান এলাকার আব্দুল হকের ছেলে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এসব বিষয় নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাৎক্ষণিভাবে শুনেছিলাম দুজন নিহত। তবে পরে নিশ্চিত হয়েছি, একজন নিহত হয়েছেন ও চারজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে ভর্তি আছেন।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরীর চা বাগানঘেঁষা বিমানবন্দর সড়কে রাত ১২টার দিকে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফাহাদ নিহত হন।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাক ও অটোরিকশা আটক করা গেলেও চালক পলাতক বলে নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।
জানা যায়, একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫-৩৯৬২) বিমানবন্দরের দিকে এবং ২টি মোটরসাইকেলযোগে (সিলেট মেট্রো ল ১২-৩৩০৭ এবং সিলেট মেট্রো ল ১২-৩৫৫৬) কয়েকজন যুবক আম্বরখানার দিকে আসছিলো। এসময় লাক্কাতুরা এলাকায় ট্রাক, ওই ২টি মোটরসাইকেল এবং একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যুবক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।