গাজা দখলের পরিকল্পনায় যুক্তরাজ্যসহ ৫ দেশের নিন্দা
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৫:৩২:৪৫
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা গাজা দখলের ইসরাইলি পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, এই পদক্ষেপ গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরও অবনতি ঘটাবে, জিম্মিদের জীবন ঝুঁকির মুখে ফেলবে এবং সাধারণ মানুষের ব্যাপক বাস্তুচ্যুতির আশঙ্কা বাড়াবে।
বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে।
পাঁচ দেশের শীর্ষ কূটনীতিকরা বলেন, যেকোনো ধরনের সংযুক্তি (অ্যানেক্সেশন) বা বসতি সম্প্রসারণ আন্তর্জাতিক আইন বিরোধী।
তারা হামাসের প্রতি সব বন্দিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান এবং ইসরাইলের প্রতি জরুরি মানবিক সহায়তা প্রয়োজনীয়দের কাছে পৌঁছানোর কার্যকর সমাধান খুঁজে বের করার অনুরোধ করেন।
ইসরাইল ঘোষণা করেছে, তারা গাজা সিটির নিয়ন্ত্রণ নেবে, ভিন্ন প্রশাসন বসাবে এবং হামাসকে নির্মূলের চেষ্টা চালাবে।
বর্তমানে ইসরাইলি সেনারা গাজার প্রায় ৮০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। প্রায় ২০ লাখ অধিবাসী মাসের পর মাস ধরে অবিরাম বোমাবর্ষণ, খাদ্য সংকট, একাধিকবার বাস্তুচ্যুতি ও অস্থায়ী আশ্রয়ে বসবাসের মতো চরম দুর্ভোগে পড়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সময়ে পরিকল্পনাটি প্রকাশ করার পেছনে একাধিক কারণ থাকতে পারে। কেউ কেউ মনে করছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থি মন্ত্রিসভার সদস্যদের তুষ্ট করতে চাইছেন। আবার অন্যরা মনে করছেন, গাজায় সৃষ্ট মানবসৃষ্ট দুর্ভিক্ষ নিয়ে বাড়তে থাকা আন্তর্জাতিক নিন্দা থেকে দৃষ্টি সরাতেও এ ঘোষণা দেওয়া হতে পারে।