জগন্নাথপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে বাজেট ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৫, ১১:১৬:০৭
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) ১১ টায় পৌর মিলনায়তনে ‘বাজেট অধিবেশন’ শেষে এই বাজেট ঘোষণা করেন জগন্নাথপুর পৌরসভার প্রশাসক মোঃ বরকত উল্লাহ ।
ঘোষিত বাজেটে আগামী অর্থবছরে (২০২৫-২৬) রাজস্ব ও উন্নয়নসহ সর্বমোট আয় ধরা হয়েছে ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে স্থিতি উল্লেখ করা হয়েছে ১০ লাখ টাকা।
জগন্নাথপুর পৌরসভার প্রশাসক মোঃ বরকত উল্লাহ বাজেট ঘোষণাকালে বলেন, এই বাজেট জগন্নাথপুর পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, রাস্তাঘাটের উন্নয়ন, জনস্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে আমরা বিশেষ গুরুত্ব আরোপ করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বসবাসযোগ্য শহরে রূপান্তরিত করা। এই লক্ষ্য পূরণে আমরা সকল নাগরিকের সহযোগিতা কামনা করছি। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় এই বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে এবং জগন্নাথপুরের জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে।
বাজেট ঘোষণা অধিবেশনে পৌর প্রশাসক মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনু, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, গোবিন্দ দেব, শাহজাহান মিয়া, হিফজুর রহমান তালুকদার জিয়া, হুময়ুন কবির ফরিদী, ফুজায়েল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী সতিশ গোস্বামী, পৌর সচিব হেলাল আবেদীন, জগন্নাথপুর প্রকৌশলী (এলজিইডি) ও পৌরসভার সহায়ক কাউন্সিলর সোহরাব হোসেন, জগন্নাথপুর প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমানসহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।