তাহিরপুর সীমান্তে কৃষি শ্রমিকের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৫, ১১:১৩:৩১
সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি শ্রমিকের প্রতিবন্ধী এক কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠছে। এ ঘটনায় আলম মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে নিজ বাড়ি থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
আলম মিয়া (৩৫) সুনামগঞ্জের তাহিরপুরের কলাগাঁও সীমান্তের জঙ্গলবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে। আলম তিন শিশুসন্তানের জনক ও সীমান্তের পেশাদার চোরাকারবারি।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল।
ভিকটিম কিশোরীর পরিবার ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলাগাঁও সীমান্তের জঙ্গল বাড়ি গ্রামের কৃষি শ্রমিকের হাত-পা ও বাকপ্রতিবন্ধী কিশোরী মেয়েকে গ্রামের প্রতিবেশী আলম বাড়িতে একা পেয়ে রোববার দুপুরে ধর্ষণ করে। ভিকটিমের মা বাড়ি ফিরে ঘটনাটি দেখে গ্রামবাসীদের অবহিত করেন।
এদিকে ভিকটিম কিশোরীর মা জানান, আলমের পক্ষে গ্রামের ও পার্শ্ববর্তী গ্রামে থাকা তার স্বজন কিছু ঘুসখোর গ্রাম্য মাতুব্বর থানায় আইনি ব্যবস্থা না নিতে বাধা প্রদান ও নানামুখী হুমকি প্রদান করেন।
তাহিরপুর থানার এসআই মো. বদিউজ্জামন জানান, ধর্ষণসহ সংশ্লিষ্ট ধারায় ভিকটিম কিশোরীর অভিভাবক বাদী হয়ে সোমবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় আলমকে গ্রেফতার দেখানো হয়েছে।