সুনামগঞ্জে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৫, ১:৫০:৩২
নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশের আয়োজনে মতবিনিময় সভাঅেনুষ্ঠিত হয়েছে।
বুধবার জয়কলস হাইওয়ে থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিওনের পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মির্জা মোঃ সাইজুদ্দিন। সভায় আরও বক্তব্য রাখেন- বাস মালিক সমিতি সদস্য জুয়েল রানা, সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল আহমদ, শান্তিগঞ্জ উপজেলা লাইটেস শাখার সাধারণ সম্পাদক আব্দার হোসেন, ধারন বাজার শাখার সভাপতি মোঃ মিজু মিয়া প্রুমখ।
এতে বক্তারা বলেন, মহাসড়কে দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত গতিতে চালানো, ট্রাফিক আইন না মানা এবং অনভিজ্ঞ চালক। এ সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি পরিবহন মালিক-শ্রমিকদেরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।