বিপিএর সেমিনার
স্বাস্থ্য সংস্কার কমিশনে ৩ দফা দাবি
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৫, ১০:০১:০৬
স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন অন্তর্ভুক্তিসহ ৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)।
শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় ফিজিওথেরাপি: স্বাস্থ্য সংস্কার কমিশন প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে ওই দাবি জানানো হয়।
বিপিএর সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডা. মো. নেছার উদ্দিন সাকেরের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিপিএর সাধারণ সম্পাদক ডা. মো. শাহাদৎ হোসেন (পিটি)। এত আরও বক্তৃতা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসাইন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. রাজিব হাসান প্রমুখ।
বিপিএর দাবিগুলো হচ্ছে- এক. স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন অন্তর্ভুক্তি দুই বিআরসির নীতিমালা অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসকদের নবম গ্রেডে নিয়োগের ব্যবস্থা ও তিন. সরকারি হাসপাতাল ও বিশেষায়িত ইনস্টিটিউটগুলোতে ফিজিওথেরাপি বিভাগ চালু ও ফিজিওথেরাপি চিকিৎসকদের নবম গ্রেডে পদায়ন।