সিলেট সীমান্তে আবারও চোরাই পণ্য আটক
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ৩:১৭:৪৮
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে চোরাচালানের মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
এ সময় তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, পানতুমাই, শ্রীপুর, সোনালীচেলা এবং লাফার্জ বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, সুপারি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ ও প্রাইভেট কার আটক করা হয়েছে।
কর্ণেল হাফিজ আরও বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযান চলছে। এরমধ্যে বেশকিছু চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।