বাংলাদেশ সফর শেষে যুক্তরাজ্য ফিরলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৪, ৮:০৬:১৬
বাংলাদেশ সফর শেষে যুক্তরাজ্য পৌঁছালে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে ফুল দিয়ে স্বাগত জানান নেতাকর্মীরা।
বাংলাদেশ সফর শেষে যুক্তরাজ্য ফিরেছেন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি সম্প্রতি বাংলাদেশে কয়েকদিনের জন্য সফর করেন।তিনি সফরকালে বাংলাদেশে বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন।এসময় তার সফরসঙ্গী ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি দেলোওয়ার হোসেন শাহিন।গত ১৯ নভেম্বর বাংলাদেশ সফর শেষে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যস্থ বিএনপির নেতাকর্মী।
এসময় বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ হাজী হাবিব, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক প্রাক্তন যুবনেতা টিপু আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন প্রমুখ