শান্তিগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ নিয়ে সংঘর্ষ, আহত ৪০
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৪, ১২:৪১:৪৬
শান্তিগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা গনিনগর ষোল গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবিল আলমের অপসারনকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে।
রোববার সকাল সাড়ে নয়টার দিকে গনিনগর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ৪০ জন সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হয়। ৩১জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। গুরুতর আহত ১০ জনকে ভর্তি করা হয় ও দুই জনকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
আহতের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা.শফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবিল আলমের সঙ্গে দাতা সদস্যের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের পক্ষের লোক ও দাতা সদস্যের পক্ষের লোকদের মাঝে সংঘর্ষ বাঁধে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে দুইপক্ষের প্রায় ৪০ জন আহত হয়।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী বলেন, স্কুলের দাতা গ্রুপ ও প্রধান শিক্ষকের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এবিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয় নি।