জনি-পাপনের গোলে বাংলাদেশের জয়
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ৮:৩৪:৩৩
শুরুতে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের ভুল পাসে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সেই ধাক্কা সামলে দৃষ্টিনন্দন গোলে দলকে পথ দেখালেন মজিবুর রহমান জনি। আর শেষ দিকে দারুণ এক গোল উপহার দিলেন পাপন সিং। মালদ্বীপকে হারিয়ে বছরের শেষটা রাঙাল বাংলাদেশ।
শনিবার (১৬ নভেম্বর) কিংস অ্যারেনায় দ্বিতীয় প্রীতি ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে হেরেছিল হাভিয়ের কাবরেরার দল।
২৪তম মিনিটে আলি ফাসির গোলে এগিয়ে যায় মালদ্বীপ। ৪৩তম মিনিটে জনির একক নৈপুণ্যে সমতায় ফেরে বাংলাদেশ। শেষ দিকে জয়সূচক গোলটি করেন আরেক মিডফিল্ডার পাপন।
একটি পরিবর্তন এনে শুরুর একাদশ সাজান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা; কাজেম শাহ কিরমানির বদলে মাঝমাঠে খেলান জনিকে। আস্থার প্রতিদান এই মিডফিল্ডার দিলেন দারুণ এক গোলে।
২০২৪ সালে বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল আটটি ম্যাচ খেলেছে। আট ম্যাচের মধ্যে হার ছয়টি ও দু’টি জয়। আট ম্যাচের মধ্যে চারটি বিশ্বকাপ বাছাইয়ের বাকি চারটি প্রীতি ম্যাচ। চার প্রীতি ম্যাচের মধ্যে মাত্র একটি জয় ভূটানের বিপক্ষে আর একটি জয় হোম ম্যাচে মালদ্বীপে। আট ম্যাচে বাংলাদেশ মাত্র তিনটি গোল করেছে। দু’টি গোলই দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষ ভূটান ও মালদ্বীপ। সেপ্টেম্বরে মোরসালিনের গোলে বাংলাদেশ জিতেছে।