হবিগঞ্জে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ৭:৪৮:৩২
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থেকে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি ৫৫) তিন কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য আটক করেছে। শুক্রবার ঢাকা সিলেট মহাসড়কের সাহেববাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান ভর্তি এসব পণ্য আটক করে বিজিবি। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে বেনারশী শাড়ী, মকমল কাপড়সহ আরো বিভিন্ন প্রকার শাড়ী ও কসমেটিকস পণ্য।
শনিবার (১৬ নভেম্বর) সকালে হবিগঞ্জ ব্যাটেলিয়ন (৫৫ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ব্যারিকেড দেওয়া হয়। এ সময় ভারতীয় চোরাই পণ্য ভর্তি একটি কার্ভাড ভ্যান আটক করা হয়। পরে কার্ভাড ভ্যানটি তল্লাশি করে ৩ কোটি টাকার শাড়ীসহ বিভিন্ন কসমেটিকস পণ্য আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।