৩৬ শিক্ষার্থী পেলো স্কলার্স অ্যাওয়ার্ড
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৪, ৮:১৭:৫৫
![](https://bangla.sylhetmirror.com/files/uploads/2024/11/dsadffrr.jpg)
৩৬ শিক্ষার্থী পেলো স্কলার্স অ্যাওয়ার্ড
‘ও’ লেভেল, আইজিসিএসই, ইন্টারন্যাশনাল জিসিএসই’র ৩৬ জন শিক্ষার্থীকে অসামান্য অর্জনের স্বীকৃতি হিসেবে স্কলার্স অ্যাওয়ার্ড দিলো ব্রিটিশ কাউন্সিল।
বুধবার (১৩ নভেম্বর) ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
ইউকে এক্সাম বোর্ডের জন্য ব্রিটিশ কাউন্সিল পরিচালিত মে-জুন ২০২৪ কেমব্রিজ ইন্টারন্যাশনাল এবং পিয়ারসন এডেক্সেল কোয়ালিফিকেশনসে (‘ও’ লেভেল/আইজিসিএসই/ইন্টারন্যাশনাল জিসিএসই) অসামান্য ফলাফলের স্বীকৃতি হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যেসব শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে অসাধারণ ফলাফল অর্জন করেছে তাদের এই আয়োজনে সম্মানিত করা হয়। তাদের অসাধারণ নৈপুণ্য ও অ্যাকাডেমিক উৎকর্ষের ক্ষেত্রে পার্টনার স্কুলগুলোর নিরলস প্রতিশ্রুতির ধারাবাহিকতার কারণে শিক্ষার্থীরা জাতীয়ভাবে সর্বোচ্চ স্থান অর্জনকারীদের মধ্যে জায়গা করে নিয়েছে।
স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনটির উদ্বোধন করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।
স্টিফেন ফোর্বস বলেন, ‘পড়াশোনার প্রতি অসাধারণ নিষ্ঠা ও দায়বদ্ধতার প্রতিফলন ঘটিয়ে পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জন করেছে এমন মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। ইউকে এক্সাম বোর্ডের যোগ্যতা অর্জন করায় তারা শিক্ষা ও অ্যাসেসমেন্টের বৈশ্বিক মানদণ্ডে উত্তীর্ণ হলো, তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যতের দ্বার উন্মোচিত হলো। শ্রেষ্ঠত্ব অর্জন ও স্বপ্নপূরণের ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।’
এই অনুষ্ঠানে অংশ নেন করেন ১৮৯টি পার্টনার স্কুলের ১৫০ জন স্কুল লিডার। তারা নিজেদের মধ্যে নেটওয়ার্কিং ও অভিজ্ঞতা শেয়ার করেন। ব্রিটিশ কাউন্সিল ও স্কুল লিডাররা দেশজুড়ে ব্রিটিশ কারিকুলাম আরও সমৃদ্ধ করে তুলতে আলোচনা করা হয়।
স্বাগত বক্তব্যের পর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান।
আয়োজনে ব্রিটিশ কাউন্সিল ইংলিশ অ্যান্ড এক্সামস ইন সাউথ এশিয়ার রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তালাল মীর পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের সুযোগ উন্মচিত করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পার্টনার স্কুলগুলোর সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতার ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আয়োজনে বক্তব্যের পর কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
এসময় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা এএস (অ্যাডভান্সড সাবসিডিয়ারি) পরীক্ষার ক্ষেত্রে তাদের পছন্দনীয় একটি বিষয়ে স্পন্সরশিপ পাবে বলে ঘোষণা দেয় ব্রিটিশ কাউন্সিল।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মাশা ইসলাম।
সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান শেষ করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা।
ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পিয়ারসন এডেক্সেলের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মানুন বিন কুদ্দুস ও বাংলাদেশের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা।