কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেল গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৯:০৩:৫৯
কুলাউড়া প্রতিনিধি : সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গোলাম আপছার।
ওসি জানান, কুলাউড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুলাউড়ায় হামলা ও মারধরের ঘটনায় রুমেলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বাড্ডা থানা এলাকার একটি বাসা থেকে বাড্ডা থানাপুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গত ৫ আগস্টের পর থেকে রুমেল আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতারের পর ঢাকা থেকে কুলাউড়ায় আনা হচ্ছে। পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।