চুনারুঘাটে চা শ্রমিকদের মহাসড়ক অবরোধচুনারুঘাটে চা শ্রমিকদের মহাসড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৪, ৯:১৯:৫৩
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে বেতন, রেশন ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকরা। শুক্রবার দুপুরে পুরাতন মহাসড়কের উপজেলার চন্ডিছড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চন্ডিছড়া চা বাগানের কয়েক শতাধিক শ্রমিকরা।
প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। এতে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শ্রমিকরা জানান, ৬ সপ্তাহ ধরে তাদের বেতন, রেশন, তলব বন্ধ রেখেছে বাগান কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে তাদের বেতন পরিশোধ না করলে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোব্ধ শ্রমিকরা।