পোকা কেটে দিচ্ছে ধান গাছের ডিগ পাতা, ফলন বিপর্যয়ের শঙ্কা
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৪, ৮:৩৪:২৫

ছবি: কমলগঞ্জের আলীনগর ইউনিয়নে পোকার আক্রমণ থেকে ধান গাছ রক্ষায় স্প্রে করছেন এক কৃষক।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারে আমন ধানে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকার আক্রমণে ধানের ডিগ পাতা (মাইন) পচে লাল হয়ে যাচ্ছে। ভালো ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন উপজেলার কৃষকেরা। বন্যা পরবর্তী সময়ে দ্বিগুণ দামে চারা কিনে কৃষকেরা পুনরায় আবার ধানের চারা রোপণ করেন। সম্প্রতি কিছুদিন ধরে পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষকেরা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যায় সবকিছু পচে যাওয়ার পর আবার চারা রোপণ করছেন। কিছুদিন আগে তীব্র গরম ও অনাবৃষ্টির কারণে অনেকের ধান লাল হয়ে নষ্ট হয়েছে। সম্প্রতি বৃষ্টি হওয়ার কারণে ধানের রং কালচে হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে ধানের ডিগ পাতা (আগা) কেটে দিচ্ছে। ফসল রক্ষার জন্য কৃষকেরা এখন কীটনাশক ছিটাচ্ছেন। আমন ধানের ভালো ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। তাঁদের আশঙ্কা, সময়মতো পোকা দমন করতে না পারলে আমন উৎপাদন ব্যাহত হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে জেলায় ১ লাখ ১ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। আমন ধানের খেতে মাজরা পোকার আক্রমণের খবর পাওয়ার পর কৃষি অফিস থেকে এসব এলাকার কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। কীটনাশক ছিটানোর মাধ্যমে মাজরা পোকা চলে যাবে বলে।
জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলা ঘুরে দেখা গেছে, কৃষকেরা পোকার আক্রমণ থেকে ধান গাছ রক্ষার জন্য বাজার থেকে কীটনাশক কিনে স্প্রে করছেন। ধানের ডিগ পাতা কেটে দিচ্ছে পোকায়। এ ছাড়া অনেকের ধান লাল হয়ে যাচ্ছে।
কমলগঞ্জের আলিনগর ইউনিয়নের কৃষক দীপক রায় বলেন আমার ২ একর আমন ধানে পোকা ধরেছে। হঠাৎ করে পোকা আক্রমণ করে ধান গাছ নষ্ট করে ফেলছে। ধান গাছের ডিগ পাতা কেটে দিচ্ছে। এখন কীটনাশক স্প্রে করেছি পোকার আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সামছুদ্দিন আহমেদ বলেন, আমন খেতে কিছু এলাকায় পোকার আক্রমণের কথা শুনেছি। পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া মাজরা পোকা এখন আর ক্ষতিকর পোকা নয়। যেসব এলাকায় পোকায় ধানের ডিগ পাতা কেটেছে এগুলো কিছুদিনের মধ্যে আবার গজাবে।