জগন্নাথপুরে ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ নিয়ে সংঘর্ষ, আহত ২৫
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৪, ৮:৩৫:১৮
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় পুলিশ উভয় পক্ষের ১০ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর নোয়াগাঁও ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ করা নিয়ে ওই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা শাহ জামান উল্লা মুক্তারের সঙ্গে একই গ্রামের আরেক আওয়ামী লীগ নেতা ইজাজ মিয়ার কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের ফুটবল খেলার মাঠে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন।
গুরুতর আহতরা হলেন, আব্দুল ওয়াকিদ, আলী হোসেন, হালিম মিয়া, আব্দুল হাদি ও শাহিন মিয়া। তাদের সিলেট মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আওলাদ তালুকদার মুগ্ধ এ তথ্য জানান।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করেছে।
জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।