লাশ নিয়ে যাওয়ার পথে ট্রাকের সাথে সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৩, ৭:৪৫:৫০
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের থেকে লাশ নিয়ে ফেনী যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সচালক আব্দুল খালেক (২৩) নিহত হয়েছেন।
নিহত আব্দুল খালেক শ্রীমঙ্গলের স্বেচ্চায় রক্তদান সংগঠন ‘শ্রীমঙ্গল ব্ল্যাডম্যান’ পরিচালিত অ্যাম্বুলেন্সচালক এবং শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মো: তাজুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্লাডম্যান শ্রীমঙ্গলের সভাপতি মুহিবুর রহমান জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে ফেনী যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়। এছাড়া তার সাথে থাকা হেল্পার জাহান (১৯) আহত হয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎসাধীন রয়েছেন।
ব্লাডম্যান শ্রীমঙ্গলের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন বাচ্চু জানান, নিহতের পরিবারের পাশে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবে ব্লাডম্যান শ্রীমঙ্গল।