বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে ভারতের নতুন সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ৭:৩৬:৫৫
ক্রিকেট টুর্নামেন্টগুলোতে ম্যাচের মাঝখানে আলোক প্রদর্শনী নতুন কিছু নয়। এবারের বিশ্বকাপেও দেখা যাচ্ছে সেরকম দৃশ্য। ম্যাচের শুরু, শেষ ও মাঝামাঝি সময়ে প্রায়ই দেখা যাচ্ছে আতশবাজি ফাটানো হচ্ছে। টুর্নামেন্টকে আকর্ষণীয় করতেই সাধারণত তা করা হয়। ভারতের ম্যাচের দিন তা একটু অন্য মাত্রা পায়। এবার এই ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মূলত, বায়ুদূষণ বেড়ে যাওয়ায় আলোক প্রদর্শনী বন্ধের উদ্যোগ নিয়েছে বিসিসিআই। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আগামী সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের মধ্যে কোনো আলোক প্রদর্শনী দেখা যাবে না। শুধু বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচই নয়, আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও আলোক প্রদর্শনী দেখা যাবে না। মুম্বাই হাইকোর্ট শহরটিতে বায়ুদূষণ রোধে ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতেই বিসিসিআই এমন উদ্যোগ নিয়েছে। আলোক প্রদর্শনীতে ‘বায়ুদূষণের মাত্রা বেড়ে যেতে পারে’ বলে মনে করছে বিসিসিআই।