ফিলিস্তিনের পক্ষে লন্ডনের সড়কে মানুষের ঢল
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৫০:৩২
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে যুক্তরাজ্যে রাজধানী লন্ডনে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন।
আজ শনিবার (১৪ অক্টোবর) মধ্য লন্ডনের সড়কে তারা এ বিক্ষোভ মিছিল করেন। খবর রয়টার্সের।
শনিবার ফিলিস্তিনপন্থি এসব বিক্ষোভকারী শহরের অক্সফোর্ড সার্কাসের কাছে জড়ো হন। এ সময় তারা ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারি বাসভবন ও কার্যালয় ডাউনিং স্ট্রিটে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এ ছাড়া ইসরায়েলকে সহায়তা করায় তারা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন।
গাজায় বসবাস করা আত্মীয়স্বজনদের নিয়ে শঙ্কিত জানিয়ে বেলাল স্টিতান নামে ২২ বছর বয়সী এক ছাত্র বলেছেন, গাজার কেউ ভালো নেই। আমার পুরো পরিবার গাজায় বাস করে। তারা কেউ ভালো নেই।
তিনি আরও বলেন, এই পরিস্থিতি পুরো মানবজাতির জন্য অনেক বড় সমস্যা। মনে রাখবেন, আমরাও মানুষ।
এর আগে ‘মার্চ ফর ফিলিস্তিন’ নিয়ে সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্য পুলিশ। তারা বলেছিল, এই মিছিলে হামাসের প্রতি সমর্থন প্রকাশ করে এমন কিছু কেউ প্রদর্শন করলে তাকে গ্রেপ্তার করা হবে।