সুনামগঞ্জ আওয়ামী লীগের নতুন সভাপতি মুকুট- সম্পাদক পলিন
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৪৯:৫৬
সুনামগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ৭ বছর পর সুনামগঞ্জ আওয়ামী লীগের দায়িত্বে নতুন মুখ দেখা গেল। নুরুল হুদা মুকুটকে সভাপতি ও নোমান বখত পলিনকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা আওয়ামী লীগের সম্মেলনে কমিটি ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে বেলা ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের সঞ্চালনায় দুপুরে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পরিকল্পনা মন্ত্রী এম আ মান্নান।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম নাদেল, সদস্য আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জের সংসদ সদস্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
নুরুল হুদা মুকুট বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের প্রার্থী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে হারিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। অন্যদিকে সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আয়ুব বখত জগলুলের মৃত্যুর পর তার সহোদর নোমান বখত পলিনকে জেলা কমিটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। সহ সভাপতি থেকে নতুন কমিটির সাধারণ সম্পাদক করা হয় তাকে।