বাজারের খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণে জেল-জরিমানা, সংসদে বিল পাশ
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৮:২১:২৩
হাট ও বাজারের সরকারি খাস জমি অবৈধভাবে দখল বা কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী “হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩” নামের ওই বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়।
পাকিস্তান আমলের ১৯৫৯ সালের হাটস অ্যান্ড বাজারস (এস্টাবলিস্টমেন্ট অ্যান্ড একুইজেশন) অর্ডিন্যান্স রহিত করে নতুন করে এই আইনটি করা হচ্ছে।
বিলে বলা হয়েছে, হাট-বাজারের সরকারি খাস জমি কেউ অবৈধভাবে দখলে রাখলে বা উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া হাট-বাজারের খাস জমির ওপর কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে বা নির্মাণের উদ্যোগ নিলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
বিলে আরও বলা হয়েছে, কোনো ধর্মীয় বা অন্যকোনো বিশেষ উৎসব উপলক্ষে কোনো এলাকার প্রতিষ্ঠিত হাট ও বাজার ছাড়া অন্যকোনো স্থানে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসকের পূর্বানুমোদন নিয়ে স্থায়ী অবকাঠামো তৈরি না করে নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ী হাট ও বাজার স্থাপন করা যাবে।