সিলেটের লালাখালে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৬:৪৬
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ফয়েজ আহমেদ চৌধুরী রিপন নামের এক তরুণ ব্যবসায়ী মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে লালাখানে নৌকা উল্টে তিনি পানিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে সিলেটে একটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ফয়েজ আহমেদ চৌধুরী সিলেট মহানগরের শিবগঞ্জের মৌচাক আবাসিক এলাকার বাসিন্দা। তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সদস্য ও সিলেট- কুশিয়ারা লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।
ফয়েজ আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।