অবৈধ সম্পদ অর্জন : স্বস্ত্রীক মৌলভীবাজার হাসপাতালের কর্মকর্তার বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৭:২৫:৫২
মৌলভীবাজার প্রতিনিধি : অনিয়ম-দুর্নীতির মাধ্যমে প্রায় চার কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৫৮১ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মৌলভীবাজার সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন ও তার স্ত্রী শেফালী বেগমের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, মৌলভীবাজার সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে। দুদকের উপপরিচালক মো. আলী আকবর অনুসন্ধানের অংশ হিসেবে তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দেন। ওই নোটিশ পেয়ে তিনি সম্পদ বিবরণী দুদকে জমা দেন। দুদকের অনুসন্ধান তার বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ১ কোটি ৭ লাখ ৬৯ হাজার ১৭১ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনসহ ২ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৫১৯ টাকার অবৈধ অর্জনের তথ্য পাওয়া যায়। সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখায় তার বিরুদ্ধে একটি মামলা (মামলা নং-৪) দায়ের করা হয়।
অপর মামলার এজাহারে বলা হয়, জাকির হোসেনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে তার স্ত্রী ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিসেস অ্যান্ড ইউরোলজির নার্সিং সুপারভাইজর শেফালী বেগমের সম্পদ বিবরণী জমা নেয় দুদক। দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ৪৩ লাখ ৮০ হাজার ৫৬১ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনসহ ১ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৬২ টাকার মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্যপ্রমাণ পাওয়া যায়। সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখায় তার বিরুদ্ধে একটি মামলা (মামলা নং-৫) দায়ের করা হয়।