ফাইনালে পাকিস্তান আরও ভয়ঙ্কর হবে, আশা হেইডেনের
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২২, ১:৫৮:৪১
দুই-একটা ভবিষ্যদ্বাণী খেটে গেলে জ্যোতিষীর কদর বাড়ে। পাকিস্তান ক্রিকেট দলের মেন্টর ম্যাথু হেইডেনেরও কদর বেড়েছে। কারণ বাবর আজমকে নিয়ে তার দূরদর্শী মন্তব্য মিলে গেছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সেমিফাইনালের আগে বাবর আজমের রান খরা নিয়ে অজি কিংবদন্তি হেইডেন বলেছিলেন, পরিবেশ থমথমে থাকা ঝড়ের পূর্বাভাস। ঝড় না দেখালেও পাকিস্তান অধিনায়কের দারুণ এক ফিফটিতে সহজে জিতেছে পাকিস্তান।
এবার সেমিফাইনালে জয়ের বিষয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ওপেনার বললেন, পাকিস্তানের সেরাটা এখনও দেখা যায়নি। সেরা ক্রিকেট অপেক্ষা করছে ফাইনালে, ‘পেস বোলিং আক্রমণ ছিল অসাধারণ। দারুণ এক রাত আমাদের জন্য। তবে পাকিস্তানের সেরাটা এখনও দেখা যায়নি। যা ফাইনালের অপেক্ষায় থাকা অন্য দলের জন্য ভয়ঙ্কর খবর।’
বাবর ও রিজওয়ানের ব্যাটিং নিয়ে হেইডেন বলেছেন, ‘যাদের ক্লাস আছে আপনি কখনই তাদের সহজে হারাতে পারবেন না। বাবর ও রিজওয়ান অনেক বছর ধরেই প্রমাণিত। হারিস নেটে প্রতিটি বোলারকেই সমানে শট খেলতে থাকে। পাকিস্তান যদি জ্বলে ওঠে, তাদের দিনে তারা অপ্রতিরোধ্য। আমি ফাইনালে ভারতকে চাইব, কারণ এটা বড় প্রদর্শনী।’