নগ্ন ফটোশুট : রণবীরকে পুলিশের নোটিশ
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২২, ৮:০৯:১২
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নগ্ন ছবি পোস্ট করার অভিযোগে মুম্বাই পুলিশের নোটিশ পেলেন রণবীর সিং। মুম্বাই পুলিশের একাধিক সূত্র জানায়, পুলিশের একটি দল তার বাসায় নোটিশটি তাকে দিতে যান। তবে সে সময় তিনি বাসায় ছিলেন না। পুলিশের দলটি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়।
মুম্বাই পুলিশ একটি নোট প্রকাশ করে যাতে বলা হয়, ‘অধিক অর্থ উপার্জনের’ জন্য একটি সাময়িকীতে এই নগ্ন ফটোশুট করেন অভিনেতা। যা নারীদের জন্য বিব্রতকর এবং শিশুদের জন্যও হানিকর। এটি সমাজের ওপর বিস্তৃতভাবে বিরূপ প্রভাব ফেলবে।
একজন আইনজীবী এবং একটি মুম্বাইভিত্তিক এনজিও এ বিষয়ে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ করলে এমন সিদ্ধান্ত নেয় পুলিশ।
ভারতীয় পেনাল কোডের ২৯২, ২৯৩ ও ৫০৯ ধারায় এফআইআরটি দাখিল করা হয়েছে। এ ছাড়াও তথ্য-প্রযুক্তির ৬৭এ ধারাটিও এতে সংযুক্ত করা হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া