জগন্নাথপুরে ১৩০ পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্টের নগদ অর্থ সহায়তা
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২২, ১১:৪২:২২

করিম ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়সহ অতিথিবৃন্দ।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের ১৩০ পরিবারের মধ্যে নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করেছে করিম ফাউন্ডেশন ট্রাস্ট।
গতকাল বুধবার দুপুরে কিশোরপুর গ্রামে ট্রাস্টিদের নিজ বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারগুলোর মধ্যে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ তুলে দেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ট্রাস্টের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী ও পাইলগাঁও ইউপি সদস্য শাহান আহমদসহ অতিথিবৃন্দ। বিতরণকালে উপস্থিত ছিলেন, ট্রাস্টের ফাউন্ডার আব্দুল করিম গনির মাতা হুসনামা বিবি, রকিব আহম্মদ, নূর ইসলাম, দিপু দাস, আব্দুর রহিম, সমরেন্দ্র দাস প্রমূখ।
ট্রাস্টের ফাউন্ডার ও ট্রাস্টি আব্দুল করিম গনি জানান, গত মার্চ মাসে আমার পরিবারের সদস্যদের উদ্যোগে এ ট্রাস্ট গঠন করা হয়েছে। নিজ এলাকায় এ কার্যক্রমের মধ্য দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। এ ট্রাস্টের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মধ্যে মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।