কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশকালে নারী শিশুসহ ৪ ভারতীয় আটক
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২২, ৮:১৮:২৯
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজার জেলার কুলাউড়ার শিকড়িয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ৪ ভারতীয়কে আটক করেছে বিজিবি।
বুধবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম থেকে তাদের আটক করে করা হয়েছে।
আটকরা হলেন ভারতের কৈলাশহর এলাকার বাবুল দাসের স্ত্রী শীপ্রা দাস ওরফে অর্পণা (৩৫) ও তার ৩ শিশু সন্তান।
এ তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে উপজেলার শিকড়িয়া এলাকায় বুধবার রাতে অভিযান চালায় বিজিবি। শিকড়িয়া এলাকায় কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। পরে তাদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।