বিশ্বকাপ শুটিংয়ে যাচ্ছে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২২, ১১:৩৯:১৭
আগামী ২৭ মে থেকে ৭ জুন আজারবাইজানের বাকুতে আইএসএসএফ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুটিংয়ের বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশও।
লাল-সবুজ দলের বহর কম বড় নয়। ১৫ অ্যাথলেট আর তিনজন করে কোচ ও অফিসিয়াল মিলিয়ে মোট ২১ জন যাচ্ছে বিশ্বকাপে।
আগামীকাল (বৃহস্পতিবার) আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়বে দল। ফিরবে ১ ও ৬ জুন দুই ভাগে।
বাংলাদেশ অংশ নিচ্ছে- এয়ার রাইফেল (ব্যক্তিগত) পুরুষ ও মহিলা, এয়ার রাইফেল (দলীয়) পুরুষ ও মহিলা, এয়ার রাইফেল (মিক্সড), এয়ার রাইফেল পিস্তল (ব্যক্তিগত) পুরুষ ও মহিলা।
এছাড়া এয়ার রাইফেল পিস্তল (দলীয়) পুরুষ ও মহিলা, এয়ার পিস্তল (মিক্সড), ৫০ মিটার রাইফেল (ব্যক্তিগত) পুরুষ ও মহিলা, ৫০ মিটার রাইফেল (দলীয়) পুরুষ ও মহিলা এবং ৫০ মিটার রাইফেল (মিক্সড) ইভেন্টে অংশ নেবে।
বিশ্বকাপে ভালো করতে পারলে থাকছে অর্থ পুরস্কার। কমনওয়েলথ গেমসে রুপা জয়ী শুটার শাকিল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফেডারেশনের সভাপতি আমাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। সোনা জিতলে ৫ লাখ, রুপা জিতলে ৩ লাখ ও ব্রোঞ্জ জিতলে ২ লাখ টাকা। এছাড়া সম্মানজনক স্কোর করতে পারলেও আর্থিক পুরস্কার রয়েছে। আমরা চেষ্টা করবো বাকুতে ভালো ফল করতে।’