৪২ জয়ের মাইলফলকে লিভারপুল
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২২, ৩:৪৯:৪২
স্পোর্টস ডেস্ক : প্রতিটি ম্যাচই এখন ফাইনাল! সেটা লিভারপুলের খেলোয়াড়রাও ভালো করে জানেন। মাঠেও তাই চেষ্টার ত্রুটি নেই। গতকালও তার ব্যতিক্রম হয়নি। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে অতিথি হয়ে যাওয়া সালাহদের অবশ্য দারুণ পরীক্ষাই ফেলে প্রতিপক্ষ রক্ষণভাগ। তাই তো মুহুর্মুহুর আক্রমণে গোল আসে মাত্র একটি।
জেমস পার্কে ম্যাচের ১৯তম মিনিটে নেভি কেইতার গোলই অল রেডদের এনে দেয় তিন পয়েন্ট। যে জয়ে ম্যানসিটির সঙ্গে শিরোপার দৌড়ে খানিকটা সময় এগিয়ে থাকল তারা।
যদিও একই রাতে সিটিরও ম্যাচ লিডসের সঙ্গে। ওই ম্যাচে গার্দিওলার দল জিতলে ফের টেবিলের একে উঠবে সিটি আর লিভারপুলকে নামতে হবে দুইয়ে। অবশ্য এদিন ৪২ জয়ের মাইলফলক স্পর্শ করে লিভারপুল। ইংলিশ ক্লাব ফুটবলে এক মৌসুমে এর চেয়ে বেশি জয় কেবল তিনটি ক্লাবের- ম্যানসিটি, ম্যানইউ ও এভারটন।
এই জয়ের পর ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৭ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৮২। এক ম্যাচ কম খেলা সিটির ২ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে।