সিলেটে সিলিন্ডার দোকানে আগুন
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২২, ৩:১৪:৪৫
সিলেটের দক্ষিণ সুরমার বাবনা এলাকায় একটি এলপিজি সিলিন্ডারের দোকানে আগুন লেগেছে। সোমবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মহানগর পুলিশের কোতোয়ালি ও দক্ষিণ সুরমা থানা পুলিশও ঘটনাস্থলে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে একটি সিলিন্ডারের দোকানে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। পাশেই গ্যাসভর্তি সিলিন্ডার নিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে আছে। এছাড়া পাশেই রয়েছে যমুনা ও পদ্মা কোম্পানির ডিপো।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে রাত সোয়া ১১টায় জানানো হয়, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।