জাতীয় পার্টির নেতা খুন: পলাতক আরেক আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২২, ৩:০৯:১৮
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় পার্টির নেতা হেলাল উদ্দিন হত্যা মামলার আরেক পলাতক আসামি মতিউর রহমানকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার মধ্যরাতে বিয়ানীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মতিউর রহমান খুটাউরা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।
উপজেলার তালিমপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুটাউরা গ্রামের মৃত ছখাওয়াত আলীর ছেলে হেলাল উদ্দিনকে গত ৫ জানুয়ারি শত্রুতার জেরে আসামিরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ছোটভাই সাবেক ইউপি মেম্বার বেলাল আহমদ প্রতিপক্ষের ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ পাঁচ আসামিকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে। পরে আদালত হত্যা মামলাটি তদন্তের জন্য সিআইডিতে স্থানান্তর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই দ্বীপরাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার এলাকা থেকে ১৭ নম্বর আসামি মতিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে কারাগারে পাঠানা হয়েছে।