তাহিরপুরে নদীতে ভাসা নবজাতকের মরদেহ উদ্ধার করলেন শ্রমিকরা
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২২, ৯:৫৮:৫৩
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের সীমান্ত নদী জাদুকাটায় ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে সুনামগঞ্জের তাহিরপুরের বিন্নাকুলি গ্রাম সংলগ্ন জাদুকাটা নদী থেকে শ্রমিকরা নবজাতকের লাশ উদ্ধার করে।
পরে দুপুরে দিকে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জয়নাল আবেদীন সুরতহাল রিপোর্ট শেষে নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান।
স্থানীয়রা জানান, শনিবার সকালের দিকে শ্রমিকরা বালু উত্তোলনের কাজে গেলে বিন্নাকুলি গ্রাম সংলগ্ন জাদুকাটা নদীর পানিতে নবজাতকের লাশ ভাসতে দেখেন। এরপর শ্রমিকরা ওই নবজাতকের লাশ উদ্ধার করে নদীর পূর্বতীরে বালুচরে রেখে পুলিশে খবর দেন।
এসআই জয়নাল আবেদীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের মাধ্যমে মৃত শিশু সন্তান ভূমিষ্ট হলে রাতের আঁধারে নদীর পানিতে লাশ ফেলে দেওয়া হয়।