ফিফা’য় আগের অবস্থানেই বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৮:০৪
গত মাসে কোনো ফিফা প্রীতি ম্যাচ খেলেনি বাংলাদেশ। ফলে ফিফা র্যাংকিংয়েও তাদের অবস্থানের পরিবর্তন হয়নি। আগের ১৮৬-তেই আছে। ১৮৫-তে বাংলাদেশের উপরে ভুটান।
সাফ দলগুলোর মধ্যে নেপাল ১৬৭, শ্রীলংকা ২০৪, মালদ্বীপ ১৫৭, ভারত ১০৪-তে আছে। শীর্ষে যথারীতি বেলজিয়াম। দ্বিতীয় স্থানে ব্রাজিল। চারে উঠে এসেছে আর্জেন্টিনা।
আফ্রিকা নেশসন কাপ চ্যাম্পিয়ন সেনেগাল উঠে এসেছে ১৮-তে। ২৫ ধাপ এগিয়ে ১২৫-এ উন্নীত হয়েছে বাংলাদেশের সাবেক কোচ টম সেইন্টফিটের দল গাম্বিয়া।