৫ ঘণ্টা পর র্যাব সদর দপ্তর থেকে বের হলেন ইমন
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:৪৭:৫৩
সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের সঙ্গে অভিনেত্রী মাহিয়া মাহিকে কেন্দ্র করে এক ফোনালাপ ফাঁসের ঘটনায় জিজ্ঞাসাবাদের পর র্যাব সদর দপ্তর থেকে বের হয়েছেন চিত্রনায়ক ইমন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রাত ১১টা ১৫ মিনিটে ইমন র্যাব সদর দপ্তর থেকে বের হয়েছেন।
তবে ইমন কী জানিয়েছে এ বিষয়ে কিছু বলেননি।
এর আগে সোমবার রাতে একই ঘটনাকে কেন্দ্র করে ডিবি কার্যালয়ে যান ইমন।
সেখান থেকে বের হয়ে তিনি বলেন, তিনি নিজে থেকেই ডিবি অফিসে গিয়েছিলেন উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য। সেখানে গিয়ে পরিস্থিতি আলোচনা করলাম হারুন (গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার) ভাইয়ের সঙ্গে। তারা আমাকে বলেছেন চিন্তার কিছু নেই।
তিনি কোনো ভীতির মধ্যে নেই কিংবা তার ওপর কোনো চাপ নেই বলে উল্লেখ করেন।
ইমন বলেন, ফাঁস হওয়া অডিও নিয়ে আমি নিজে থেকে কথা বলেছি, ভয়েস রেইজ করেছি। কিন্তু আমাকে নিয়েই এখন কথা হচ্ছে। আমি তো এখানে কিছু করিনি। কিন্তু দেখেন আমার একটা পরিবার আছে, ক্যারিয়ার আছে। সেসব জায়গায় আমার ইমেজটা কেমন হচ্ছে ভাবুন একবার!
ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, অভিনেতা ইমন রাতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন।
তিনি তার ছবির ব্যাপারে কথা বলতে এসেছিলেন। চা খেয়ে চলে গেছেন।