সালমান খানকেই বিয়ে করলেন ক্যাটরিনা!
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২১, ৮:০৫:০৯
বলিপারায় জোর গুঞ্জন চলছে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে। দুজনে যে চুপিচুপি প্রেম করছেন একথা জানা থাকলেও এত জলদি তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে পারেন, সেকথা ভাবতে পারেননি অনেকেই। যদিও সূত্রের মতে, বিয়ের খবর পাকা। আর তা ডিসেম্বরেই! রাজস্থানে বিলাসবহুলভাবে বিয়ে হবে তারকা জুটির। আর তার আগে মুম্বাইতে আইনি বিয়ে হবে।
আর এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে বদলে গেল বিয়ের পাত্র। ভিকি নয়, সালমানের সঙ্গে সাত পাক ঘুরলেন ক্যাটরিনা। আর তা নিয়ে চর্চা যেন আর কমারই নাম নিচ্ছে না। ইনস্টাগ্রামে প্রথম শেয়ার হয় ভিডিওটি। দেখা যায় সল্লুর গলায় মালা পরিয়ে দিচ্ছেন ক্যাট। লাল শাড়ি পরে আছেন অভিনেত্রী। আর সালমান পরেছেন নীল রঙের পাঞ্জাবি। যদিও এই ছবি রিল লাইফের। অর্থাৎ, এক ছবির সেটে শ্যুটের ভিডিও কেউ ইচ্ছে করে ছড়িয়ে দিয়েছে সামাজিক মাধ্যমে।
বলিউডে সালমানের হাত ধরেই পা রেখেছিলেন ক্যাটরিনা। তারপর দুজনে চুটিয়ে প্রেমও করেছেন। এমনকী, পুরো খান পরিবারের কাছে তিনি সালমানের হবু স্ত্রী হিসেবেই পরিচিত ছিলেন। তবে, সে সম্পর্কে একদিন ইতি চানেন ক্যাট। এরপর তিনি মন দেন রণবীর কাপুরকে। পাঁচ বছর চলার পর ভেঙে যায় সেই সম্পর্কও। আপাতত বছর তিনেক ধরে ভিকির সাথে নাম জুড়ছে তাঁর। শেষ একটা বছর দুজনকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখাও গিয়েছে।
মাঝে শোনা গিয়েছিল, সম্প্রতি দিওয়ালিতেই রোকা সেরেছেন ভিকি-ক্যাট, কবীর খানের বাড়িতে। যদিও এই বিষয়ে মুখ খোলেননি দুজনের কেউই। ভিকির এক দুসম্পর্কের বোন আবার বিয়ের খবর উড়িয়ে দিয়ে বলেছেন, আপাতত এরকম কোনও পরিকল্পনা নেই কারও।