যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মো. শফিক মিয়ার ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২১, ৯:৩৮:৪৩
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার সিলাম পশ্চিম পাড়া নিবাসী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, বাউল সাধক আব্দুল খালিক শিল্পী গোষ্ঠীর প্রধান উপদে,দানশীল ব্যক্তিত্ব মো. শফিক মিয়া গত ২৭ অক্টোবর বুধবার যুক্তরাজ্য সময় রাত ৮টায় ব্রাডফোর্ডস্থ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ৪ পুত্র, ২ কন্যা নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বাদ জোহর ব্রাডফোর্ড জামে মসজিদে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। সিলেট এনজেএল ইএনটি সেন্টার প্রবর্তিত রত্মগর্ভা মা বাবা সম্মাননা প্রাপ্ত মো. শফিক মিয়া দম্পতির সন্তানেরা বৃটেনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সেখানে সুপ্রতিষ্ঠিত।
এদিকে, বাউল সাধক আব্দুল খালিক শিল্পী গোষ্ঠীর প্রধান উপদেষ্টা মো. শফিক মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলাম ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে এর সভাপতি ইব্রাহিম আলী খন্দকার দলা, সাধারণ সম্পাদক শাহ হাবিবুর রহমান, বাউল সাধক আব্দুল খালিক শিল্পী গোষ্ঠীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল মিয়া, সাধারণ সম্পাদক এম আহমদ আলী, বাউল সাধক আব্দুল খালিক স্মৃতি সংসদ সিলেট এর সভাপতি ডা. শাহ ময়নুল ইসলাম জিতু প্রমুখ। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।